৩০ ডিসেম্বর, ২০১৯, ০৮:২৫
আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাউল উৎসব-২০১৯।
রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই উৎসব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ থেকে আগত শিল্পী ওস্তাদ এমএ সাহি মন্ডল, ইদ্রিস আনোয়ার, সৈয়দ আসিকুর রহমান এবং নাসরিক আক্তার বিউটি পরিবেশন করেন লালন, রাধারমন দত্ত, শাহ আব্দুল করিম, হাছন রাজাসহ বাংলার বিখ্যাত সব লোক গায়কদের গান।
বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের শিল্পীরাও পরিবেশন করেন লোকগান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ত্রিপুরা বিধানসভার স্পিকার রেবতী মোহন দাস, বিধায়ক ডা. দিলীপ দাস, বিধায়ক সুদীপ রায়বর্মণ, বিধায়ক আশিষ কুমার সাহা, সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা, প্রথম সচিব মো. জাকির হোসেন ভূঁইয়া, দ্বিতীয় সচিব এসএম আসাদুজ্জামানসহ আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা।
মুক্তিরআলোটুয়েন্টিফোর.কম / রেজা
আপনার মতামত লিখুন :