সাতক্ষীরা প্রতিনিধি: ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় গত মঙ্গলবার ২১শে ডিসেম্বর ২০২১ বিকাল ৩ টায় ঘোনা ইউনিয়নের শ্রীডাঙ্গা ২ নং পল্লী সমাজে ইতিবাচক পুরুষতান্ত্রিকতার রোল মডেল সৃষ্টিতে পল্লী সমাজ সংশ্লিষ্ট পুরুষদের নিয়ে ওরিয়েন্টেশন করা হয়। উক্ত ওরিয়েন্টেশনে নারী এবং পুরুষের মধ্যে জেন্ডার বিষয়ক বৈষম্য মুলক আচরণ নিয়ে আলোচনা করা হয় এবং তা প্রতিরোধে পুরুষদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এটা তাদেরকে কাউন্সিলিং করা হয়। ঘরের কাজে নারী ও পুরুষের সমান অংশ গ্রহণ নিশ্চিত করতে হবে এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধেও পুরুষদের ভুমিকা অনষীকার্য এটা তারা স্বীকার করে প্রতিশ্রুতি বদ্ধ হয় যে তারা এখন থেকেই ঘরের কাজে নারীদের কে সহযোগীতা করবে এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :