তামিমের অবসর: রাতে বিসিবির জরুরি বৈঠক


মুক্তির আলো প্রকাশের সময় : ০৬/০৭/২০২৩, ৭:৩৫ অপরাহ্ন
তামিমের অবসর: রাতে বিসিবির জরুরি বৈঠক

বাংলাদেশ ওয়ানডে দলের সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবালের ফিটনেস ইস্যু অনেকদিন ধরেই। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেও সেটা ঘুরেফিরে আসছিল বারবার। তবে খানিকটা ‘আনফিট’ হয়েই আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামেন তামিম।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে তামিমের আনফিট অবস্থায় খেলা সমালোচনার সৃষ্টি করেছে বেশ। হেড কোচ থেকে শুরু করে খোদ বিসিবি প্রেসিডেন্টও ক্ষোভ প্রকাশ করেছেন এই ব্যাপারে। ম্যাচও হেরেছে টাইগাররা। আর সেই ম্যাচ হারার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সব ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তামিম।

তামিমের অবসরের বিষয়টা ছিল বেশ অপ্রত্যাশিত। অধিনায়কের এমন সিদ্ধান্তের ব্যাপারে জানতেন বোর্ডের তেমন কেউই। তাই তারকা ক্রিকেটারের অবসর ইস্যু নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বিসিবি।
 
এ বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বৈঠক শেষে রাত ১১টায় তামিমের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর কথা রয়েছে বিসিবির।  
 
এর আগে দুপুর দেড়টায় চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এদিন ১৮ মিনিটের বক্তব্যের শুরুতেই জনপ্রিয় এই ক্রিকেটার বলেন, ‘গতকাল (বুধবার) আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ আন্তর্জাতিক খেলা। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই মুহূর্তে অবসরের ঘোষণা দিলাম। এই সিদ্ধান্তটি আমি হুট করে নেইনি। আমি গত কয়েক দিন থেকে এটা ভাবছিলাম। আমি পরিবারের সঙ্গেও কথা বলেছি। আমি মনে করি এটাই সঠিক সময় সিদ্ধান্ত নেয়ার।’
ভক্ত-সমর্থকদের পাশাপাশি মানতে পারছেন না বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত, যেটা অনাকাঙ্ক্ষিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তামিম ইচ্ছে করলে আরও ২ বছর অনায়াসে জাতীয় দলে খেলতে পারতেন। আমরা বোর্ড থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব।’
 
তামিমের আকস্মিক অবসরে বিস্মিত সারা দেশ। পাশাপাশি বিস্ময় প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা একটি ফিচার প্রকাশ করে জানিয়েছে, বিশ্বকাপর আগে তামিমের অবসরের বিষয়টি বাংলাদেশের জন্য ভালো খবর নয়। আইসিসির মতে, ‘ভারত বিশ্বকাপের আগে তামিমের অবসর বাংলাদেশের জন্য বড় ধাক্কা। টুর্নামেন্টের তিন মাস আগে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন তামিম।’