মায়ের সঙ্গে আমেরিকায় পূজা চেরি


মুক্তির আলো প্রকাশের সময় : ০৬/০৭/২০২৩, ৮:১০ অপরাহ্ন
মায়ের সঙ্গে আমেরিকায় পূজা চেরি

ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়িকা পূজা চেরি। শিশু শিল্পী থেকে নায়িকা হয়েছেন। সাবলীল অভিনয়ে জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে।

মুক্তির দিক থেকে পূজার সবশেষ সিনেমা ‘জ্বীন’। গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এবার ঈদের পর্দায় নেই এ নায়িকা। তাই অবসর কাটাচ্ছেন মার্কিন মুলুকে।

মাকে নিয়ে আমেরিকায় অবসর কাটাচ্ছেন পূজা চেরি। সে ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুকে। ২ জুলাই ৭টি ছবি শেয়ার করেছেন এ নায়িকা। লোকেশনে দিয়েছেন ভার্জিনিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘সতেজ থাকা জরুরি। এটি সব থেকে পার্থক্য তৈরি করে।’ একই দিন আরও ৭টি ছবি শেয়ার করে লিখেছেন, ‘যখন আপনার চিন্তার পরিবর্তন করবেন, বিশ্বকে পরির্তন করার কথাও মনে রাখবেন।’

৪ জুলাই ১৪টি ছবি শেয়ার করেছেন। ভালোবাসা ছড়িয়ে দেয়ার বার্তা দিয়েছেন এ নায়িকা। লিখেছেন, ‘যেখানেই যাবেন, ভালোবাসা ছড়িয়ে দিন।’ একই দিন আরও ৪টি ছবি শেয়ার করে লিখেছেন, ‘সুযোগ আসে না, তৈরি করতে হয়।’ সবশেষ ১৭টি ছবি শেয়ার করে পূজা লিখেছেন, ‘আত্মপ্রেমই শ্রেষ্ঠ প্রেম।’

আমেরিকা থেকে ১০ জুলাই দেশে ফেরার কথা রয়েছে পূজার। ফিরে নতুন সিনেমায় অভিনয় করবেন। নাম ‘লিপস্টিক’। কামরুজ্জামান রোমানের পরিচালনায় পূজার বিপরীতে থাকবেন আদর আজাদ। এর আগে গেল বছর ২ অক্টোবর ভিসা পাওয়ার খবরটি নিজের ভেরিফায়েড পেইজে জানিয়েছিলেন পূজা চেরি।