আফগানিস্তানকে হারাতে বাংলাদেশের চাই ১৫৫
মুক্তির আলো
প্রকাশের সময় : ১৪/০৭/২০২৩, ৮:১৭ অপরাহ্ন
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫৫ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করেছে সফরকারী দল। দলটি হয়ে অর্ধশত হাঁকিয়েছেন মোহাম্মদ নবী।
বল হাতে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের।
৩২ রানে তিন আফগান ব্যাটারকে সাজঘরে পাঠান বোলাররা। রহমানউল্লাহ গুরবাজ ১৬ রান করেন, আর হজরতউল্লাহ জাজাই ও ইব্রাহিম জাদরান দুজনই করেছেন ৮। এর পর করিম জানাতকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মোহাম্মদ নবী। কিন্তু ৫২ রানে বিদায় নেন ৯ বলে ৩ রান করা জানাত।
পঞ্চম উইকেটে ৩৫ রান যোগ করেন নবী ও নাজিবুল্লাহ জাদরান। ২৩ বলে ২৩ রান করে নাজিবুল্লাহ আউট হলে ভাঙ্গে এই জুটি।৮৭ রানে ৫ উইকেট হারানোর পর পাল্টা আক্রমণ করেন নবী ও আজমতউল্লাহ ওমরজাই। ষষ্ট উইকেটে ৫৬ রান আনেন তারা।
আজমতউল্লাহ সাজঘরে ফেরেন ১৮ বলে ৩৩ রানে বিধ্বংসী ইনিংস খেলে। তার ইনিংসে ছিল ৪টি ছক্কা। শেষ ওভারে রশিদ খান আউট হন ৩ রান করে। তবে ৪০ বলে ৫৪ রানের নান্দনিক ইনিংস খেলে অপরাজিত থাকেন নবী। তার ইনিংসে ছিল ৬টি চার ও একটি ছক্কা।
বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ২টি উইকেট পেয়েছেন। এছাড়া নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজের শিকার একটি করে উইকেট।
আপনার মতামত লিখুন :