আফ্রিকার তিন দেশ সফর ইরানি প্রেসিডেন্টের


মুক্তির আলো প্রকাশের সময় : ১৫/০৭/২০২৩, ৮:৫০ অপরাহ্ন
আফ্রিকার তিন দেশ সফর ইরানি প্রেসিডেন্টের

আফ্রিকার তিনটি দেশ সফর করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গত বুধবার (১২ জুলাই) পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া দিয়ে এই সফর শুরু করেন তিনি। শেষ করেন জিম্বাবুয়ে দিয়ে।

বুধবার সকালে নাইরোবিতে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সঙ্গে বৈঠক করেন রাইসি। এই বৈঠকে ইরান ও কেনিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

কেনিয়ার সরকার জানিয়েছে, ইরানের সঙ্গে কেনিয়ার তথ্য প্রযুক্তি, মৎস্য,পশুসম্পদ এবং বিনিয়োগ প্রচারের বিষয়ে চুক্তি হয়েছে। রুটোর সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে রাইসি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে তার এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কেনিয়া সফর শেষে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে বুধবার উগান্ডা সফরে যান রাইসি। সেখানে উগান্ডার প্রেসিডেন্ট ইয়োভেরি মুসেভিনির সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে রাইসি বলেন, ‘পশ্চিমা বিশ্ব এখন সমকামিতার পক্ষে প্রচার চালাচ্ছে। সমকামের ধারণার পক্ষে প্রচার চালিয়ে তারা মানব প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে।’

রাইসি আরও বলেন, পশ্চিমা বিশ্বের কর্মকাণ্ড বিভিন্ন দেশের ঐতিহ্য ও সংস্কৃতিবিরোধী। ইরানে সমকামিতার বিরুদ্ধে অত্যন্ত কঠোর কিছু আইন আছে। উগান্ডাতেও সম্প্রতি সমকামিতাবিরোধী আইন পাস হয়েছে।

আফ্রিকার এই দুটি দেশ সফর শেষে বৃহস্পতিবার (১৩ জুলাই) জিম্বাবুয়ে যান ইব্রাহিম রাইসি। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে জিম্বাবুয়েরর প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়ারের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে ইরান ও জিম্বাবুয়ের মধ্যে ১২টি চুক্তি স্বাক্ষরিত হয়। স্বাক্ষরিত এই ১২টি চুক্তির মধ্যে একটি হলো, ইরানী কোম্পানি এবং স্থানীয় অংশীদারের সাথে জিম্বাবুয়েতে একটি ট্রাক্টর উৎপাদন কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে।

এছাড়াও জ্বালানি , কৃষি, ফার্মাসিউটিক্যালস এবং টেলিকমিউনিকেশনের পাশাপাশি গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি প্রকল্পে চুক্তি হয় দেশ দুটির মধ্যে।