লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ১


মুক্তির আলো প্রকাশের সময় : ১৮/০৭/২০২৩, ৬:৩৮ অপরাহ্ন
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ১

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সজিব নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে বেশিরভাগই বিএনপি নেতাকর্মী।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর শহরের সামাদ মোড়, বাগবাড়ী ও তেরবেকী এলাকায় আলাদা আলাদা এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। তবে, তার কোনো রাজনৈতিক পদ-পদবী জানা যায়নি।

সজিব উপজেলার চন্দ্রগঞ্জ এলাকার বাসিন্দা। তবে, তার কোনো রাজনৈতিক পদ-পদবী জানা যায়নি।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানান, বিএনপি মিছিল নিয়ে নাশকতার উদ্দেশ্যে হাইওয়ে সড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। বিএনপি’র হামলায় সদরের ওসি মোসলেহ উদ্দিন, সদর সার্কেল সোহেল রানাসহ পুলিশের ১০জন আহত হন বলে জানান তিনি।