হিরো আলমের ওপর হামলা : মূল দুই হামলাকারী গ্রেপ্তার


মুক্তির আলো প্রকাশের সময় : ২০/০৭/২০২৩, ৭:৫২ অপরাহ্ন
হিরো আলমের ওপর হামলা : মূল দুই হামলাকারী গ্রেপ্তার

বুধবার (১৯ জুলাই) রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, মানিক ও আল আমিন হামলার সঙ্গে সরাসরি জড়িত।

তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। হামলার সময় হিরো আলমের কোমর ধরে রেখেছিল মানিক, আর তাকে মারধর করেছেন আল আমিন।

এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিক ও আল আমিন ছাড়া বাকি সাতজন হলেন ছানোয়ার কাজী (২৮), বিপ্লব হোসেন (৩১), মাহমুদুল হাসান (২৭), মোজাহিদ খান (২৭), আশিক সরকার (২৪), হৃদয় শেখ (২৪) ও সোহেল মোল্লা (২৫)।

উল্লেখ্য, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন (১৭ জুলাই) বিকেলে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন।

এ ঘটনায় অজ্ঞাত পরিচয়ে ১৫ থেকে ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ।