নো কেয়ারটেকার গভমেন্ট, নো প্রাইম মিনিস্টার রেজিগনেশন : ওবায়দুল কাদের


মুক্তির আলো প্রকাশের সময় : ১৪/০৮/২০২৩, ১:৪০ অপরাহ্ন
নো কেয়ারটেকার গভমেন্ট, নো প্রাইম মিনিস্টার রেজিগনেশন : ওবায়দুল কাদের

কোনোভাবেই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৪ আগস্ট) রাজধানীর বনানীতে সেতু ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন,

কেয়ারটেকার সরকার নো মোর। কোনোভাবেই কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হবে না।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলছেন, নির্বাচনের আগে নিশ্চিতভাবে পরিবর্তন হচ্ছে। হাওয়া থেকে পাওয়া অনেক দিবাস্বপ্ন বিএনপির আছে, তারা দেখেছেও। কোনো ফল হয়নি। হবেও না।’

আরও পড়ুন: সাম্প্রদায়িকতাই বিএনপির রাজনীতির পুঁজি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। বিএনপি অরাজকতা সৃষ্টি কর। তারা সমাবেশের নামে হামলা ভাঙচুর করে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নাম দেয় সমাবেশ, হয়ে যায় মহাসমাবেশ। বিএনপি নাম দেয় মহাসমাবেশ, হয়ে যায় সমাবেশ।’