প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ডেনমার্ক আ.লীগের সমাবেশ


মুক্তির আলো প্রকাশের সময় : ২৩/০৫/২০২৩, ৭:৫৪ অপরাহ্ন
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে ডেনমার্ক আ.লীগের সমাবেশ

রাজশাহী জেলা বিএনপির সমাবেশ থেকে দলের নেতা আবু সাঈদ চাঁদের বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ডেনমার্ক আওয়ামী লীগের নেতাকর্মীরা তাৎক্ষণিক সমাবেশ করেছে।

রোববার (২১ মে) ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি খোকন মজুমদারের সভাপত্বিতে ও সাধারণ সস্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় কোপেনহেগেন, নরোব্ররো, পাপাস পিৎজা ও রেস্টুরেন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকির প্রতিবাদ জানিয়ে ডেনমার্ক আওয়ামী লীগের নেতারা বলেন, বিএনপির সব ষড়যন্ত্রের দুর্গ চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে। বাংলাদেশে হত্যার রাজনীতি বিত্রনপি শুরু করেছে। এটা তারা আবার প্রমাণ করল।

২০০৪ সালে গ্রেনেড হামলা করে বিএনপি তৎকালীন বিরোধী দলের নেতা বাংলাদেশের আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। তারা বলেন, বাংলাদেশে বাংলা ভাইসহ সব জঙ্গিবাদের জন্মদাতা বিএনপি। তাই বিএনপির সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, দুর্বৃত্তপরায়ণ রাজনীতিকে কবরস্থানে পাঠাবে আওয়ামী লীগ।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা রুহুল আমীন কাজল, সহসভাপতি ইউসুফ চপল, যুগ্ম সাধারণ সস্পাদক বোরহান উদ্দিন, মোছাদ্দেকুর রহমান রাসেল, সাদেকুল ইসলাম খোকন, সাংগঠনিক সস্পাদক শামীম খালাশী, দপ্তর সস্পাদক সেলিম হোসাইন, সাংস্কৃতিক সস্পাদক মো. হুমায়ন কবির, অর্থসস্পাদক মো. শিপন, আইনবিষয়ক সস্পাদক রকিবুল ইসলাম রকি প্রমুখ।