বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন পুলিশ কনস্টেবল


মুক্তির আলো প্রকাশের সময় : ২৫/০৫/২০২৩, ৪:০৪ অপরাহ্ন
বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন পুলিশ কনস্টেবল

রাজধানীর বনানীর একটি চেকপোস্টে নিজের বুকে পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন আশরাফ-উজ-জামান রনি (২২) নামে এক পুলিশ কনস্টেবল। আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সদস্য আশরাফ-উজ-জামান রনির বাড়ি ধামরাইয়ে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজ সকালে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আত্মহত্যার আগে রনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, তার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী।’

মোস্তাফিজুর রহমান বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে বনানীর ১১ নম্বর চেকপোস্টে রনি দায়িত্ব পালন করতে যান। পরে তিনি চেকপোস্টের ওয়াশরুমে গিয়ে ৬টা ৫০ মিনিটের দিকে নিজের পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

রনির মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে বলেও জানান ওসি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘রনির সঙ্গে অন্যান্য পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছিলেন। তারা জানান, চেকপোস্টে পৌঁছানোর পর থেকে রনি অস্থির ছিলেন।’

আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা গেল কি না—এমন প্রশ্নে মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রেমঘটিত বিষয় হতে পারে। একটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল বলে জেনেছি। সেই মেয়ে রনির ফোনে বারবার কল দিচ্ছেন। ওদের ভেতর ঝামেলা হয়েছে বলে প্রাথমিকভাবে শুনেছি। বাকিটা তদন্তের পর বলা যাবে।’