রানঅফ ভোটে তরুণরাই তুরস্কের ভাগ্য নির্ধারণ করবে: এরদোগান


মুক্তির আলো প্রকাশের সময় : মে ২১, ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ন
রানঅফ ভোটে তরুণরাই তুরস্কের ভাগ্য নির্ধারণ করবে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তরুণরাই দেশের ভাগ্য নির্ধারণ করবে।

আগামী ২৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা অর্থাৎ রানঅফ ভোট।

গত ২১ বছর ধরে তুরস্ক শাসন করছে এরদোগানের একে পার্টি। তবে এবারের নির্বাচনে বেশ বেগ পেতে হচ্ছে এরদোগানকে।

গত ১৪ মে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। কিন্তু ওই নির্বাচনে এরদোগান জয়ী হলেও তার প্রাপ্ত ভোট ৪৯.৫২ শতাংশ অর্থাৎ ৫০ শতাংশের নিচে হওয়ায় তা দ্বিতীয় দফায় গড়িয়েছে।