বর্তমান দেশের বাজারে স্মার্টফোনের সমাহার। মোবাইল ফোন আমাদের যোগাযোগব্যবস্থাকে সহজ করেছে। প্রতিদিন এর প্রয়োজনীতা এবং ব্যবহারের ব্যাপকতা বেড়ে যাওয়াতে বাজারেও তাই দেখা মেলে বিভিন্ন ব্রান্ডের ফোন। তবে স্বল্প সময়ের মধ্যেই স্মার্টফোন প্রেমীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে চীনের স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড রিয়েলমি। পারফরমেন্সের বিচারে দেশীয় বাজারে থাকা লো বাজেট থেকে মিড বাজেটের প্রায় সবকয়টি মডেলের স্মার্টফোনই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
চলুন জেনে নাওয়া যাক রিয়েলমি’র কিছু ফোনের খোঁজ-
রিয়েলমি সি৩০
যারা কম দামের মধ্যে একটি স্মার্টফোন চাইছেন, তাদের জন্য রিয়েলমি এই মডেলটি। মাত্র ৯ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাবে ফোনটি। এই দামের সংস্করণটিতে থাকছে ২ জিবি র্যাম, ৩২ জিবি স্টোরেজ। এতে থাকছে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে ইউনিসকের ‘টাইগার টি৬১২’। জিপিউ হিসেবে থাকছে মালি-জি৫৭। এতে মাইক্রোএসডি কার্ড সংযুক্ত করা যাবে। এ ছাড়া এতে থাকছে ৩.৫ এমএম হেডফোন জ্যাক। ৫ হাজার এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারির সঙ্গে থাকছে ১০ ওয়াটের চার্জার ও টাইপ-সি পোর্ট।
রিয়েলমি সি৩৩
রিয়েলমির আরও একটি লো বাজেটের ফোন এটি। অফিসিয়াল এই মডেলের ফোন কিনতে গুনতে হবে সর্বনিম্ন ১৩ হাজার ৯৯৯ টাকা। স্বল্প দামের ফোনটির মূল আকর্ষণ হলো এর ক্যামেরা। এর ডুয়েল ক্যামেরা লেন্সের মূল সেন্সরটি ৫০ মেগাপিক্সেলের, সঙ্গে আছে ২.৮ অ্যাপার্চারের ০.৩ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর ফ্রন্ট/সেলফি ক্যামেরাটি ৫ মেগাপিক্সেলের। ইউনিসকের প্রসেসরযুক্ত ফোনটিতে থাকছে ৩.৫ এমএম অডিও জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট, ৫ হাজার এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি।
রিয়েলমি সি৫৫
মাত্র ১৮ হাজার ৯৯৯ টাকার ফোনটিতে প্রসেসর হিসেবে যুক্ত করা হয়েছে ১২ ন্যানোমিটারের মিডিয়াটেকের ‘হেলিও জি৮৮’ চিপসেট। মিডিয়াটেক এটিকে গেমিং প্রসেসর হিসেবে উল্লেখ করে থাকে। ৬.৭২ ইঞ্চির ডিসপ্লেটি ফুলএইচডি আইপিএস ডিসপ্লে, এর রিফ্রেশ রেট ৯০ হার্জ। অ্যান্ড্রয়েড ১৩ চালিত ফোনটিতে ৬৪ জিবি স্টোরেজের সঙ্গে থাকছে ৪ জিবি র্যাম। এর ডুয়েল ক্যামেরা সেটআপের মূল লেন্সটি ৬৪ মেগাপিক্সেলের এবং এর সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর ফ্রন্ট/সেলফি ক্যামেরাটি ৮ মেগাপিক্সেলের। এতে ৩.৫ এমএম অডিও জ্যাক থাকছে। ৫ হাজার এমএইচ ব্যাটারির সঙ্গে থাকছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার।
রিয়েলমি ৯ প্রো
বিখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমের ৬ ন্যানোমিটারের চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৬৯৫’ যুক্ত ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে ২৯ হাজার ৯৯৯ টাকায়। এই ফোনটির দুর্বলতা, এর ডিসপ্লেতে। এই দামের মধ্যে বাজারে অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলোতে অ্যামোলেড ডিসপ্লে দিলেও এতে রয়েছে ৬.৬ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, যদিও এর রিফ্রেশ রেট ১২০ হার্জ। ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপের মূল লেন্সে থাকছে, ১.৮ অ্যাপার্চারের ৬৪ মেগাপিক্সেলের ২৬ এমএম ওয়াইড সেন্সর, সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এতে ৫ হাজার এমএএইচ ব্যাটারিতে ৩৩ ওয়াটের চার্জার যুক্ত থাকছে।
সূত্র : রিয়েলমি
আপনার মতামত লিখুন :