বাঁচা-মরার ম্যাচে খেলছে মুম্বাই
মুক্তির আলো
প্রকাশের সময় : ২১/০৫/২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ন
জিতলে প্লে অফের আশা বেঁচে থাকবে, না হলে আইপিলের ১৬তম আসর থেকে বিদায় নিতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে। এমন পরিসংখ্যান নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমেছে মুম্বাই।
রোববার (২১ মে) বিকেল ৪টায় আইপিএলের ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচটিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই দলপতি রোহিত শর্মা।
এই মুহূর্তে হায়দরাবাদের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে হলেও মুম্বাইয়ের আশা বেঁচে রয়েছে। দলটি রয়েছে তালিকার ছয়ে। হায়দরাবাদকে হারাতে পরলেই রোহিত শর্মার দল উঠে যাবে চারে। আর পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদি গুজরাট টাইটান্সের বিপক্ষে হেরে যায় তাহলে মুম্বাইয়ের রাস্তা পরিষ্কার।
যদি বেঙ্গালুরু জিতে, তখন দুদলেরই পয়েন্ট হবে ১৬। সেক্ষেত্রে যে দল রানরেটে এগিয়ে থাকবে, তারাই চলে যাবে প্লে অফ পর্বে। তবে এক্ষেত্রে মুম্বাইকে জিততেই হবে।
অন্য দিকে মুম্বাই আর বেঙ্গালুরু যদি নিজেদের পৃথক ম্যাচে হেরে যায়, তাহলে মাঝ থেকে রাজস্থান রয়্যালসের সম্ভাবনা তৈরি হবে। যদিও সেটি খুব কঠিন। কারণ, বেঙ্গালুরু চাইবে জয় নিয়ে প্লে অফ নিশ্চিত করা। আর মুম্বাইও মুখিয়ে রয়েছে বড় জয়ের।
আপনার মতামত লিখুন :