কে হাসবে শেষ হাসি— গুজরাট নাকি চেন্নাই


মুক্তির আলো প্রকাশের সময় : ২৮/০৫/২০২৩, ৪:৩৮ অপরাহ্ন
কে হাসবে শেষ হাসি— গুজরাট নাকি চেন্নাই

আহমেদাবাদের সেই মোতেরা স্টেডিয়াম, গত ৩১ মার্চ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের পর্দা উঠেছিল এই মাঠ থেকেই। উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়েছিল গুজরাট টাইটানস।

প্রায় ৫৮ দিন পর একই মাঠে কাকতালীয়ভাবে ফাইনালে মাঠে নামছে উদ্বোধনী ম্যাচের সেই দুই প্রতিপক্ষ। উদ্বোধনী ম্যাচে যে দুই অধিনায়ক টস করেছিলেন, ফাইনালে তারা আবারও একবার টস করতে মাঠে নামবেন।

যদিও মাঝে মাঠে গড়িয়েছে আরও ৭২টি ম্যাচ। এ যেন একই বৃত্তের দুই প্রান্ত, যার শুরুটা এক প্রান্তে আর শেষটা অন্যপ্রান্ত মিলিত হয়েছে। তবে এ যাত্রায় নতুনভাবে যুক্ত হচ্ছে, শিরোপার মুকুট।

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠলো গুজরাট। ২০২২ সালে আসরে নাম লিখিয়েই শিরোপা মুকুট ছিনিয়ে নিয়েছিল দলটি। নিজেদের অভিষেকেই চ্যাম্পিয়ন দলটির এবার দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি। তবে ভয়ের কারণ প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। এ নিয়ে দশমবারের মতো ফাইনালে এম এস ধোনির দল।

তাই শেষ হাসি কে হাসবে, এটাই এখন কোটি টাকার প্রশ্ন। টানা দ্বিতীয়বার গুজরাটের শিরোপা উল্লাস নাকি পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হবে চেন্নাই সুপার কিংস?

ফাইনালের আগে দুইবার মুখোমুখি হয়েছিল চেন্নাই ও গুজরাট। উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছিল চেন্নাই। জবাবে ইনিংসের ৪ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় তুলে নেয় গুজরাট।

পরের দেখাটা প্লে-অফে। এ যাত্রায় ১৫ রানের জয়ে ফাইনালে ধোনির দল। অর্থাৎ আগের দুই দেখায় সমানে সমান দল দুটি।

সব মিলিয়ে আইপিএলে চারবার সাক্ষাৎ হয়ে এই দুই দলের। সেখানে ৩ জয় গুজরাটের, আর চেন্নাই জিতেছে এক ম্যাচে।