‘শিশু খাদ্যে ভেজাল মেশালে কঠোর ব্যবস্থা’


মুক্তির আলো প্রকাশের সময় : ৩১/০৫/২০২৩, ৬:২১ অপরাহ্ন
‘শিশু খাদ্যে ভেজাল মেশালে কঠোর ব্যবস্থা’

শিশু খাদ্যে ভেজাল মেশালে পুলিশসহ অন্যান্য সংস্থা কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে ১০টা ৩০ মিনিটে শিশুদের প্রথম আন্তর্জাতিক গণমাধ্যম চাইল্ড মেসেজ বাংলা বিভাগের আয়োজন ‘শোনো আমাদের কথা’য় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে শিশুদের সঙ্গে আলাপকালে বিষয়টি তুলে ধরেন।

আয়োজন সূত্রে জানা গেছে, বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়েছেন ইউনিসেফ পদকপ্রাপ্ত ব্রিটিশভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি’র সাবেক সিনিয়র সাংবাদিক ‘ফারহানা পারভিন’।

আয়োজনে এক শিশু জানতে চায়, শিশুদের দখল হওয়া খেলার মাঠগুলো ফিরিয়ে তাদের দিতে কতটা কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী! জবাবে জিএমপি পুলিশ মুখপাত্র বলেন, গাজীপুর মেট্রোপলিটন এলাকায় এ ব্যাপারে কঠোর ব্যাবস্থা নেওয়া হচ্ছে। জাতিসংঘ শিশু অধিকার ৩১নং প্রটোকল কোডকে সম্মান জানিয়ে শিশুদের খেলার অধিকার নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

আরেক শিশু জানতে চান মেট্রোপলিটন এলাকায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কী কী ভূমিকা পালন করে জিএমপি! জবাবে ডিবিপ্রধান মোহাম্মদ ইব্রাহিম বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত পাশাপাশি নিয়মিত স্কুল কলেজের শিক্ষার্থীদের ব্রিফিং করা হয় পুলিশের পক্ষ থেকে।

আয়োজনে উপস্থাপনা ও প্রযোজক হিসেবে কাজ করেন চতুর্থ শ্রেণির শিশু সাংবাদিক ফাতেমা বিনতে কালাম।

চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অন দ্য রাইটস অব চাইল্ড থার্টিন বাস্তবায়নে এইভাবে সাহসের সঙ্গে কাজ করে যেতে চান তারা।