বিএনপির আন্দোলন তীব্র গতিতে চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে : ফখরুল
মুক্তির আলো
প্রকাশের সময় : ০৩/০৬/২০২৩, ৪:২২ অপরাহ্ন
সরকার হটানোর আন্দোলন তীব্র গতিতে চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে উল্লেখ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সকালে এক আলোচনাসভায় তিনি এই আহ্বান জানান।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জীবন ভিত্তিক বই মেলা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, কয়েকবছর ধরে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের মানুষ যে সংগ্রাম-লড়াই শুরু করেছে এই লড়াই তীব্র গতিতে তার চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে।
ইতিমধ্যে রাজপথে ১৭ জন মানুষ তার বুকের রক্ত দিয়েছে। লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, গুম হয়েছে তারপরেও মানুষ থেকে নেই। মানুষ গণতন্ত্রের জন্য অবিরাম সংগ্রাম করছে, লড়াই করছে।মির্জা ফখরুল বলেন, আমাদের নেতা তারেক রহমান যে ডাক দিয়েছেন তাতে সাড়া দিয়ে আমরা উঠে দাঁড়িয়েছি, মানুষ উঠে দাঁড়িয়েছে।
সমস্ত রাজনৈতিক দল, সকল সংগঠন, সমস্ত গণতান্ত্রিক মানুষকে একতাবদ্ধ হয়ে আজকে এই সংগ্রামকে তার পরিণতির দিকে নিয়ে যেতে হবে।ফখরুল বলেন, আজ বিশ্বের কাছে এই সরকারের ভোট চুরির কর্ম প্রমাণিত হয়েছে। আজ তারাও এদের বিশ্বাস করতে চাচ্ছে না। বিশ্ব জানে এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না।
এটা আশা করা যায় না। তাই এদের পতন করিয়ে আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করার যে চূড়ান্ত লক্ষ্য তা বাস্তবায়ন করতে হবে।তিনি বলেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন চাই। আমরা জানি আমাদের অতীত অভিজ্ঞতা থেকে এই দেশে কোনোদিনই সুষ্ঠু অবাধ নির্বাচন হবে না যদি আওয়ামী লীগের এই সরকার ক্ষমতায় থাকে। সুতরাং আমরা স্পষ্ট করে বলেছি, অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
সেটাই একমাত্র এই সংকট উত্তরণের একমাত্র পথ, এই জাতিকে রক্ষার একমাত্র পথ।বইমেলা ও চিত্র প্রদর্শনী কমিটির আহ্বায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সঞ্চালনায় আলোচনাসভায় দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাজমেরী এস এ ইসলাম, চারুকলা ইন্সটিটিউটের সাবেক শিক্ষক অধ্যাপক আবদুস সাত্তার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল লতিফ মাসুম ও বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত ফটোগ্রাফার নুর উদ্দিন আহমেদ নূরু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিএনপির অধ্যাপক লুতফর রহমান, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, এবিএম মোশাররফ হোসেন, আবদুল খালেক, রফিক শিকদার, জাসাসের আহসান উল্লাহ চৌধুরী, হাসান চৌধুরী, জাগপার খন্দকার লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :