বাংলাদেশকে রান করায় আমরা সাহায্য করেছি: আফগান কোচ


মুক্তির আলো প্রকাশের সময় : ১৪/০৬/২০২৩, ৯:১৪ অপরাহ্ন
বাংলাদেশকে রান করায় আমরা সাহায্য করেছি: আফগান কোচ

২৭ মাস পর টেস্ট খেলতে নামা। নেমেই দ্বিতীয় ওভারে বাংলাদেশের উইকেট তুলে নেয়া। মাঠে নামার আগে ব্যাকফুটে থাকলেও ২২ গজে নেমে ঢাকা টেস্টের শুরুটা বেশ ভালোই করেছিল আফগানিস্তান। কিন্তু সেই খেই হারিয়ে ফেলতে তারা বেশি সময় নেয়নি। দ্বিতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয় মিলে দলকে টেনে নিয়ে গেছেন সুবিধাজনক অবস্থানে।

শেরেবাংলার ঘাসের উইকেটে নতুন বলের সুবিধাটা নিতে পারেননি আফগান বোলাররা। যে কারণে মারকুটে ব্যাটিং করে দলকে বেশ ভালো অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বাংলাদেশের ব্যাটারদের পক্ষে।

প্রথম দিনে বাংলাদেশের ৫ উইকেট তুলে নিতে সক্ষম হলেও রানের চাকার গতি কমানো সম্ভব হয়নি সফরকারী বোলারদের পক্ষে। যে কারণে ৩৬২ রানের পুঁজি নিয়ে দিন শেষ করেছে টিম টাইগার্স।

উইকেট ছিল ব্যাটিংয়ের প্রতিকূলে। কিন্তু তারপরও কিভাবে এতো রান হলো? এই রান করার পেছনে আফগান বোলাররা বাংলাদেশের ব্যাটারদের সাহায্য করেছে বলে মনে করছেন আফগানিস্তানের কোচ জনাথন ট্রট।

যেভাবে বল করা দরকার ছিল সেভাবে বোলাররা বল করতে পারেননি বলে মনে করছেন এই ইংলিশম্যান।

দিনশেষে সংবাদসম্মেলনে ট্রট বলেন, ‘আমার মনে হয় আমরা যেভাবে বল করেছি, তাতে তাদেরকে রান করতে (বাংলাদেশকে) সাহায্য করেছি। আমরা তাদের রান রেট কমিয়ে দিতে পারতাম। আমার মনে হয় না যেভাবে বল করা দরকার ছিল, সেভাবে করতে পেরেছি।’

তবে বাজে বোলিংয়ের মাধ্যমেও আফগান বোলাররা শিক্ষা নিতে পেরেছে বলে মনে করছেন এই কোচ। সেগুলো শুধরে নিয়ে দ্বিতীয় দিন থেকে সেই শিক্ষার প্রয়োগ দেখার বিষয়ে আশাবাদী তিনি।

ট্রট বলেন, ‘উইকেটে কিছু ব্যাপার ছিল। যখন আমরা বেশ লম্বাস সময় ঠিক জায়গায় বল করেছি; সুযোগ তৈরি হয়েছে তখন। টেস্ট ক্রিকেটে সবকিছুই আমাদের ভালো করতে হবে। সবকিছু ঠিকভাবে করে যেতে হবে। কাল আমাদের ভালো করতে হবে। এটা ছেলেদের জন্য ভালো শিক্ষা ছিল।’