হঠাৎই মাথা ঘুরে ওঠে কেন?


মুক্তির আলো প্রকাশের সময় : ২৩/০৫/২০২৩, ৬:৩৫ অপরাহ্ন
হঠাৎই মাথা ঘুরে ওঠে কেন?

চিকিৎসকরা বলছেন, বিভিন্ন কারণে এ সমস্যা হতে পারে। তার মধ্যে অন্যতম হলো ভার্টিগো। ভার্টিগো থাকলে হঠাৎই মনে হতে পারে মাথাটা ঘুরে উঠল।

ভার্টিগো কি?

ভার্টিগো মাথা ঘোড়া, ভারসাম্য হারানো বা বিচলিত হওয়ার একটি সংবেদন। যখন মোটর সংবেদন প্রভাবিত হয় তখন ভার্টিগো হয়ে থাকে। এটি কোনো গুরুতর অন্তর্নিহিত রোগ বা ব্যাধির সঙ্গে যুক্ত থাকতে পারেG যা ভারসাম্য, প্রোপ্রিয়োসেপশন বা দৃষ্টির সংবেদনশীল ক্রিয়াকলাপকে প্রভাবিত করে। যেসব ব্যক্তির ভার্টিগো থাকে তারা মাথা ঘোড়া এবং মাথা ঘুরে পড়ে যাওয়ার সংবেদন অনুভব করেন।

এ ছাড়াও আরও বিভিন্ন কারণে আচমকাই মাথা ঘুরার মতো সমস্যা দেখা দিতে। তাই চলুন জেনে নিই কী কী কারণে মাথা ঘুরে উঠে সেগুলো সম্পর্কে-

১। মাথা ঘোরা কমাতে বার বার পানি খেতে পারেন। এতে বেশ তাড়াতাড়ি কমতে পারে সমস্যা। শরীরে পানির ঘাটতি হলে এই সমস্যা দেখা যায়।

২। এ ছাড়াও মাইগ্রেনের সমস্যা থাকলে কখনও কখনও ঘুম থেকে ওঠার পরও মাথা ঘুরতে পারে।

৩। শরীরে ভারসাম্যের অভাব ঘটলেও মাথা ঘোরে।

৪। কানের ভেতরে কোন সমস্যা হলেও এমন সমস্যা হতে পারে।

৫। গরমে ঘেমে হঠাৎ রক্তচাপ কমে গেলে মাথা হালকা হয়ে যাওয়ার মতো অনুভূতি হতে পারে।

৬। হৃদ্‌যন্ত্রের পেশি সংকুচিত বা প্রসারিত হওয়ার স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।

৭। সারা শরীরে রক্ত সঞ্চালন ব্যাহত হলেও মাথা ঝিমঝিম করতে পারে।