রোববার (২ জুলাই) নিজের ইনস্টাগ্রামে এক রহস্যের ইঙ্গিত দিয়েছেন বলিউড তারকা রণবীর সিং।
রণবীর তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। এত অল্প সময়ের একটি ভিডিও পোস্ট করার পরই নেটিজেনরা বেশ নড়েচড়ে বসেছেন। কারণ অতি অল্প সময়ের সে ভিডিওতে জড়িয়ে রয়েছে রহস্যময়তা।
পোস্ট করা সে ভিডিওতে দেখা যাচ্ছে, দীপিকা পুলিশকে বলছেন, কাল রাত থেকে তার স্বামী নিখোঁজ। এদিকে রণবীরকে দেখা যাচ্ছে একজন গোয়েন্দা হিসেবে।
এসব ধোঁয়াশার মাঝেই ভিডিওটি শেষ হয়ে যায়। পর্দায় ভেসে উঠে রহস্যময়ী বার্তা। বলা হয়, কিছু রহস্যের সব সময় রহস্যই থাকা উচিত। কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা ছেড়ে দেয়া উচিত। কিছু সমস্যার সমাধান না হওয়াই বেশি ভালো।
ভিডিওতে জানানো হয়েছে, নতুন এই রহস্য উন্মোচন হবে খুব শিগগিরই। তবে তা কবে সে বার্তা অবশ্য ভিডিওতে নেই। ভিডিওটি কোনো সিনেমা, ওয়েব সিরিজ নাকি সর্ট ফিল্ম কিছুরই তথ্য দেননি রণবীর। এমন সব অসমাপ্তর মধ্যে কীসের ইঙ্গিত দিলেন রণবীর? তা ভেবেই রাতের ঘুম হারাম এখন নেটিজেনদের।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
আপনার মতামত লিখুন :